প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ২:০৭ পিএম | অনলাইন সংস্করণ
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনা জেলার দুর্গাপুরে আজ শনিবার সার্চ হিউম্যান রাইটস সোসাইটি অব বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে পথে দাঁড়ালো সময়ের বাতিঘর সেচ্ছাসেবক সংগঠন, পথ পাঠাগার, দুর্গাপুর সচেতন ছাত্র সমাজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
এই কর্মসূচিতে নারীদের উপর জুলুম, নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতা বন্ধের দাবি সহ নারীদের নিরাপদ পরিবেশ তৈরি করার দাবিতে ফেস্টুন, ব্যানার নিয়ে প্রতিবাদ জানানো হয়।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সময়ের বাতিঘর সেচ্ছাসেবক সংগঠন এর আহবায়ক ও দুর্গাপুর সুসং আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মো.ইয়াহিয়া স্যার। তিনি ধর্ষণের প্রতিবাদ জনান এবং বলেন - আমাদের একটাই দাবি ধর্ষণমুক্ত সোনার বাংলা চাই।
পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, তিনি ধর্ষণ বন্ধে রাষ্ট্রের প্রতি জোর দাবি জানান এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এদিকে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সার্চ হিউম্যান রাইটস সোসাইটি অব বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখা কমিটির সভাপতি মো.সৈকত সরকার বলেন,
নারীর প্রতি নির্যাতন, ধর্ষণ সহ সকল সহিংসতা বন্ধ হোক। এজন্য সবাইকে একজোট হতে হবে এবং ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এরপর প্রতিবাদী বক্তব্য রাখতে গিয়ে সার্চ হিউম্যান রাইটস সোসাইটি অব বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সদস্য, পথ পাঠাগার দুর্গাপুর উপজেলা শাখার সদস্য, সময়ের বাতিঘর সেচ্ছাসেবক সংগঠন এর সদস্য ও সাংবাদিক পলাশ সাহা বলেন- আমাদের দাবি একটাই ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।
ভোরের পাতা/এএম