প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
পেটের ভেতরে নিয়ে ইয়াবা পাচারের সময় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক মো. জাহাঙ্গীর হাসান নওগাঁ সদর থানার রজাকপুর গ্রামের মো. আতোয়ার রহমানের ছেলে।
শনিবার র্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস থেকে সন্দেহভাজন হাসানকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করে যে তার পেটের ভেতর ছোট ছোট ২০টি পুঁটলিতে মোট ৯৪০ পিস ইয়াবা রয়েছে। এরপর হাসপাতালের টয়লেটে গিয়ে তিনি ইয়াবাগুলো বের করে দেন।
আটক হাসান দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।