প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১:১২ পিএম | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণ ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তর করা হয়েছে।
সৌমিত্র যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানকার একজন সিনিয়র চিকিৎসকের বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ৮৫ বছর বয়সী এ অভিনেতার ‘রক্তচাপ অনিয়মিত এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়’ তাকে আইটিইউতে স্থানান্তর করার পরামর্শ দেয়া হয়।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত চার সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে সৌমিত্রের চিকিৎসা চলছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত তেমন কোনো শারীরিক জটিলতা দেখা না দিলেও, শুক্রবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
গত সোমবার সৌমিত্রের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে এবং মঙ্গলবার সকালে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।