উপনির্বাচনে এস.এম. জাহাঙ্গীর এবং সেলিম রেজাকে বিএনপির মনোনয়ন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১২:২০ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য এস.এম. জাহাঙ্গীর এবং সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি ।
রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে দুই উপনির্বাচনের জন্য প্রার্থীদ্বয়ের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমাদের দল আসন্ন জাতীয় সংসদের ঢাকা-১৮ শূন্য আসনের নির্বাচনের জন্য ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস. এম.জাহাঙ্গীর এবং জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচনের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যদি একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারত, তাহলে এই নির্বাচনগুলো একটু ভালো হওয়ার সম্ভাবনা ছিল।’
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের ৯ জুলাইয়ের মারা যাওয়ার পরে ঢাকা-১৮ আসনটি এবং ১৩ জুন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়ে যায়।
দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।