একদিনে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে, মৃত্যু ৩৫ জনের, শনাক্ত ১,৫২০
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১:৩৩ এএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকদেশে গত একদিনে আরও ১ হাজার ৫২০ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩ হাজার ১৫১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪০। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের তুলনায় গতকাল নতুন রোগী শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। তবে শনাক্তের হার কমেছে। গত মঙ্গলবার ১ হাজার ৪৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৩০ জনের। আর পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৪ শতাংশ। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে।