মানবিকতার নজির গড়া আমজাদ পাশে পেলেন প্রধানমন্ত্রীকে
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১:৩৩ এএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঝিনাইদহের কালীগঞ্জে এক প্রান্তিক চাষী সন্তান সম্ভবা প্রতিবন্ধী এক নারীর সাহায্যে এগিয়ে এসেছেন জানতে পেরে তাদের দু’জনের পাশে দাঁড়ালেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে প্রতিবন্ধী ওই নারীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর আমজাদ আলী নামের ওই প্রান্তিক চাষীকে বুধবার একটি মোটরচালিত রিকশাভ্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস।
তিনি বলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ২২/২৩ বছরের এক মানসিক প্রতিবন্ধী নারীর শারীরিক অসুস্থতা এবং তার গর্ভের সন্তানের কথা চিন্তা করে তাকে নিজের বাড়ি নিয়ে যান মায়াধরপুর গ্রামের আমজাদ আলী। ‘আমজাদ নিজেই একজন দরিদ্র মানুষ। তার নিজের কোনো চাষযোগ্য জমি নেই। সারা বছর অন্যের ক্ষেতে কাজ করে সংসার চালান। তারপরও তিনি মনবিক কারণে ওই নারীর সহযোগিতায় এগিয়ে এসেছেন।’ দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়েটির বিয়ে দিয়েছেন আমজাদ। ছেলে আগে রাজমিস্ত্রির কাজ করলেও সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৬ মাস ধরে শয্যাশায়ী। তাই এখন শুধু আমজাদের একার রোজগারে তাদের সংসার চলছে বলে জানান ইমরুল কায়েস। তিনি বলেন, ‘নিজের অভাবের মধ্যেও তিনি অনন্য মানবিকতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশিত এক সংবাদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে আমজাদ আলী ও প্রতিবন্ধী সেই নারীর পাশে দাঁড়িয়েছেন।’
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিবন্ধী ওই নারীকে জেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ২ অক্টোবর দুপুরে সেখানে তার মেয়ের জন্ম হয়। ইমরুল কায়েস বলেন, ‘কোনো স্বার্থ ছাড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় আমজাদ আলীকেও সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আমজাদের ইচ্ছায় তাকে দেওয়া হয়েছে মোটরচালিত রিকশাভ্যান।’ সন্তানের জন্ম দেওয়া ওই নারীকে ইতোমধ্যে করে দেওয়া হয়েছে ‘প্রতিবন্ধী কার্ড’। তার এবং তার মেয়ের দেখভাল করার জন্য আমজাদকে নগদ ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান ইমরুল।