শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সব প্রকল্প জানতে চেয়ে সরকারি সংস্থাগুলোকে ডিএসসিসির চিঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১:৩৩ এএম | প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকসমন্বয়ের মাধ্যমে রাজধানীর সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চলতি অর্থবছরের প্রকল্পগুলোর বিবরণ পাঠানোর জন্য সরকারি ২১ সংস্থা ও পাঁচটি প্রকল্পের পরিচালককে চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। গতকাল বুধবার পাঠানো এই চিঠিতে চলতি অর্থবছরে বাস্তবায়নযোগ্য সব প্রকল্পের বিবরণ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসসিসিকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে ডিএসসিসিরি মতামত নিতে বলা হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ঢাকাকে উন্নত শহর হিসেবে গড়ে তুলতে ঢাকার জন্য সমন্বিত উন্নয়ন মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। এই সমন্বিত মহাপরিকল্পনা অনুমোদিত হওয়ার পর কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সিটি করপোরেশনের মতামত অনুযায়ী তা গ্রহণ ও সমন্বয় করে বাস্তবায়ন করতে হবে।’
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় না করে বিভিন্ন সংস্থা উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে ঢাকা শহর অপরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে। তিনি বলেন, ‘জলাশয় ভরাট করে আবাসিক ভবনের অনুমতি দেওয়ায় দুর্যোগ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, খাল বেদখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সুপেয় পানি, সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা অনিশ্চিত হয়ে পড়েছে। উন্নয়ন প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থা রাস্তা কাটার ফলে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘœ ঘটছে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতামত নিয়ে সংস্থাগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে ঢাকা একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে চিঠিতে বলা হয়েছে। রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদফতর, স্থাপত্য অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, বিটিসিএল, বিআইডব্লিউটিএ, বিআরটিএ, স্বাস্থ্য অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর, পরিবেশ অধিদফতর, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর, বাংলাদেশ রেলওয়ে. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডেসকো, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাসকে এই চিঠি পাঠানো হয়েছে। এছাড়া রাজধানীতে চলমান হাতিরঝিল প্রকল্প, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককেও এই চিঠি পাঠানো হয়েছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]