ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১:৩৩ এএম | প্রিন্ট সংস্করণ
আদালত প্রতিবেদকডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের এক সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দিয়েছেন আদালত। গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন লালবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার আগামী ২৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ওই ছাত্রী গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহিল বাকি। মামলার বাদী গত ৪ অক্টোবর নুরসহ ছয় আসামিকে গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেন। যেহেতু মামলাটি দায়েরের সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেফতারের বিধান রয়েছে এবং এটা জামিন অযোগ্য ধারার মামলা সে কারণে নতুন করে গ্রেফতারের আবেদন করার দরকার নেই বলে বিচারক (মহানগর হাকিম) আবেদনটি নথিতে রাখার আদেশ দেন।