বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উৎকণ্ঠা থেকে মুক্তির স্বস্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১:৩৩ এএম | প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক করোনা মহামারির মধ্যে পরীক্ষা না নিয়ে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা হলে আরও ভালো ফল হত বলে কোনো কোনো পরীক্ষার্থী আশা করলেও মাথা থেকে দীর্ঘদিনের ‘বোঝা’ নেমে যাওয়ার হাঁফ ফেলছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের সঙ্গে একাদশ ও দ্বাদশের শ্রেণি মূল্যায়নকে অন্তর্ভুক্ত করতে পারলে এই মূল্যায়নটা আরও ভালো হতো। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির মধ্যে তা আটকে যায়।

এরপর প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হলেও এইচএসসি ঝুলেই থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলছিলেন, পরিস্থিতি ভালো হলেই পরীক্ষাটি নিয়ে নেবেন তারা। কিন্তু তা কবে হবে, তেমন কোনো ধারণা না পেয়ে উৎকণ্ঠায় ছিলেন প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সেই উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার জানান, এইচএসসিও সমমানের পরীক্ষা এবার হবে না, অষ্টমের সমাপনী ও এসএসসির ফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’ এর সভাপতি জিয়াউল কবির দুলু এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা চাই শুধু পরীক্ষা নয়, করোনা মহামারির মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না এবং শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি’ও নেওয়া যাবে না।’ মহামারির মধ্যে পরীক্ষা নেওয়ার সময় কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে তার দায় সরকারের ওপর পড়ত বলে মনে করেন তিনি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম এইচএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখন যে পরিবেশ, যে পরিস্থিতি এতগুলো বাচ্চাকে পরীক্ষার হলে আনার মতো পরিস্থিতি কবে আসতো, তা কিন্তু কেউ বলতে পারবে না। ‘সরকার তো অনেক দিন অপেক্ষা করল। ছেলে-মেয়েরাও কবে পরীক্ষা হবে সেই চিন্তায় মানসিক হতাশার মধ্যে ছিল।’ জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হলে কেউ ক্ষতিগ্রস্ত হবে কি না- সে প্রশ্নে শাহান আরা বলেন, ‘পরীক্ষা হলে হয়তো কারও কারও ফলাফল একটু এদিক-সেদিক হতো, এখন উনিশ-বিশ হবে, মেনে নিতে হবে, কিছু করার নেই।’ সরকার অনেক চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন অধ্যক্ষ শাহান আরা। তিনি বলেন, ‘একদিকে করোনা, অন্যদিকে ছিল বন্যা। শিক্ষার্থীসহ সবার নিজের সুরক্ষার বিষয়কেই এখন সব থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত।’
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউজ্জামান ভূঁইয়া বলেন, ‘এই পরিস্থিতিতে শতভাগ পারফেক্ট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ‘কেউ কিছুটা বেনিফিটেড হবে কেউ কম, এটাই স্বাভাবিক, এটা সবাইকে মানতে হবে। এমন পরিস্থিতিতে এটাই হবে। অনেকে হয়তো পরীক্ষা দিয়ে আরও ভালো করতে পারবো, তারা সেই সুযোগ হারালো।’ রেজাউজ্জামান বলেন, ‘সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা সাত মাস অপেক্ষা করে আছে, তারা মেন্টাল প্রেসারে ছিল, তাদের অভিভাবক ও শিক্ষকরাও এক ধরনের মানসিক চাপে ছিলেন।’
শিক্ষক ও অভিভাবকদের বেশিরভাগই সরকারের এই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাতে একমত হতে পারছেন না উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ উম্মে সালেমা বেগম। তিনি বলেন, ‘বিষয় কমিয়ে বেসিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া যেত। সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে পরীক্ষা নিতে হতো। সবাই তো বাইরে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কিছুই তো খোলা।’ পরীক্ষা না নেওয়ার এই সিদ্ধান্তে যারা ভালোমত পড়াশোনা করেছে তারা হতাশায় ভুগবে বলে মনে করেন এই শিক্ষক। পরীক্ষা হোক আর নাই হোক, সেই সিদ্ধান্তটা ঘোষণা করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের উৎকণ্ঠার অবসান করা জরুরি ছিল বলে মনে করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকের উৎকণ্ঠার অবসান হল। সরকারের এই ঘোষণাকে আমি ইতিবাচকভাবেই দেখছি, এই ঘোষণাটা জরুরি ছিল।’ তবে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলের সঙ্গে একাদশ ও দ্বাদশের শ্রেণি মূল্যায়ন যোগ করা হলে মূল্যায়নটা আরও ভালো হত বলে মত দেন ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের তো পরীক্ষার ফলাফলের তেমন দাম নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠু হয় এখন সেটা নিশ্চিত করতে হবে।’
এইচএসসি পরীক্ষা হলে ফল আরও ভালো বা খারাপ হত কি না, এখন আর সেসব নিয়ে চিন্তা করতে চাইছেন না এইচএসসি পরীক্ষার্থীরা। তারা বলছেন, গত ছয় মাস ধরে যে ‘বোঝা’ মাথায় নিয়ে ছিলেন তার অবসান হওয়ায় এখন মানসিকভাবে চিন্তামুক্ত হতে পেরেছেন। ঢাকার একটি কলেজের শিক্ষার্থী শারমিন বিথী বলেন, ‘পরীক্ষা নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছি এর থেকে আনন্দের কিছু নেই। ছয় মাসেরও বেশি সময় নিয়ে আমরা অপেক্ষায় ছিলাম।’ আমিরুল ইসলাম নামের আরেকজন শিক্ষার্থী বলেন, ‘রেজাল্ট কী হত সেটা পরের কথা। আমরা চিন্তামুক্ত হলাম, এটাই আনন্দের। মনে হচ্ছে আজ আমি মুক্তি পেলাম।’ তবে করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরবন্দি থেকে এইচএসসি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েও এই পরীক্ষায় বসতে না পারায় আক্ষেপ থেকে যাচ্ছে কিছু শিক্ষার্থীর।

সৌমিক নামের একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পাইনি বলে এইচএসসির জন্য ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু এখন কিছুই করার নেই। তিনি বলেন, ‘এইচএসসিতে জিপিএ আমার কম আসবে। আমি তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্কোরিংয়ে আগেই পিছিয়ে গেলাম। আর কোনো কারণে যদি এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না হয়, তাহলে এটা আমার জন্য খুব খারাপ খবর হবে।’ 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]