প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারী কে আটক করেছে। বুধবার ৭ অক্টোবর ভোর রাতে দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল এলাকা থেকে সংঘবদ্ধ এই ছিনতাই কারী চক্রটি আটক করে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে ছিনতাইকারী চক্রটি দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় যাত্রী সেজে রিক্সায় ঘোরা ফেরা করে। রাস্তা ফাকা পেয়ে সুযোগ বুঝে যাত্রীদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্নঅলংকার ছিনিয়ে নেয়। বিশেষ করে নারী যাত্রীদের ভ্যানিটিব্যাগ ছিনতাই করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন উত্তর দৌলতদিয়া আইনদ্দিন বেপারী পাড়া গ্রামের লুৎফর বেপারীর ছেলে শাহেদুল ইসলাম (২০) একই গ্রামের আক্কাছ মন্ডলের ছেলে মো. উজ্জল মন্ডল(২২), দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া গ্রামের মো.আ. বারেক সরদারের ছেলে মো.রবিন সরদার(২০).একই গ্রামের হারুন প্রামানিকের ছেলে মো. বিজয় প্রামানিক (২২) এবং দৌলতদিয়া বাজার পুড়াভিটা এলাকার মো. মোজাই মন্ডলের ছেলে মো. কালু মন্ডল (১৯) গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট থেকে কয়েক টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
অপর দিকে পুলিশ অন্য আরেক টি অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী কে আটক করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন দৌলতদিয়া যৌনপল্লীর পাশে পুড়াভিটা এলাকার মো. আলেক শেখের স্ত্রী মোছা. খোদেজা বেগম(৩৫) ও মো. মিজান শেখের স্ত্রী মোছা. রহিমা বেগম (৭০) তাদের নিকট থেকে ৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করেন। আটককৃত নারী মাদক ব্যবসায়ীদের নামে আরো একাধিক মাদক মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুলাহ আল তায়াবীর বলেন, যাত্রীদের বাস টার্মিনালে চলাচলে এই ছিনতাইকারী চক্রটি মোবাইল সহ বিভিন্ন মালামাল ছিনতাই করতো। বিশেষ অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করা হয়েছে। বাস টার্মিনালে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আরো অভিযান চালানো হবে।