প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৫:২১ পিএম আপডেট: ০৭.১০.২০২০ ৫:২৬ পিএম | অনলাইন সংস্করণ
শপথ নিলেন পাবনা-৪ সংসদীয় আসনে উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী মোসাম্মৎ রোকেয়া জামানও উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মো. নুরুজ্জামান বিশ্বাস রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ইউএনবি