প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:১০ পিএম আপডেট: ২৮.০৯.২০২০ ১০:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেছেন, টেমস নদীর পাড়ে বসে যারা বঙ্গোপসাগরের উপকূলে বিপ্লবের ঢেউ তোলার দিবাস্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দুঃস্বপ্নেরই নামান্তর। সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।
‘দেশে নৈরাজ্য চলছে’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী মোকাবেলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এত গাত্রদাহ।বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেই সময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালিয়েছিল বিএনপি, তা '৭১-কেও হার মানিয়েছিল।