প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৯ পিএম | অনলাইন সংস্করণ
সিলেট এম.সি কলেজে এক নারীকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধর্ষণ এবং খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার সকাল ১০.৩০টায় ছাত্রদলের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং অপর একটি গ্রুপ বেলা ১২টায় রায়সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল নেতারা সিলেট এম.সি কলেজে ধর্ষনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ এম সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মিলাদ উদ্দীন ভূঁইয়া, শাখা ছাত্রদল নেতা আজিমুল হাসান চৌধুরী, তাহসান রেজা, কাজী জিয়া উদ্দীন বাসেত, খোরশেদ আলম রকি, শামিম হোসেন, নাসির উদ্দিন ঢালী।
অপরদিকে বেলা ১২টায় রায়সাহেব বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম কবীর মিঠু, প্রচার সম্পাদক জুয়েল মৃধা, আবিদ কামাল রুবেল, জাকির উদ্দিন আবিরসহ আরও কয়েক নেতাকর্মী।