নেত্রকনা জেলার দুর্গাপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনের বেহাল দশা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪০ পিএম | অনলাইন সংস্করণ
সুসং দুর্গাপুরের ঐতিহ্যবাহী মাঠ "শেখ রাসেল মিনি স্টেডিয়াম।" দুর্গাপুরের সূচনা লগ্ন থেকেই এই মাঠটি দুর্গাপুরের খেলাধুলা ও বিনোদনের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত। এক সময় মাঠেই খেলেছেন নেত্রকোণার কৃতি সন্তান সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবল অধিনায়ক আরিফ খান জয়, ফুটবলার মাসুদ খান জনি, ও ঢাকা ডিবিশনে খেলা অনেক তরুণ খেলোয়াড়। যাদের কার্যক্রমে খেলাধুলায় মুখরিত থাকতো এই মাঠ।
বলার অপেক্ষা রাখে না এই মাঠটি আজ তার হারানো ঐতিহ্য খুঁজে ফিরছে। মাঠের সৌন্দর্য অবহেলায় নষ্ট হচ্ছে। যেন কেউ দেখেও দেখার নেই। যার ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে দুর্গাপুরের তরুণ যুব সমাজ।
এই মাঠ রক্ষায় তারা বারবার আন্দোলন স্মারকলিপি দেওয়ার পরও উর্ধতন কর্মকর্তাদের টনক নড়েনি।
প্রতিদিনই এই মাঠের ভেতর দিয়ে ইজিবাইক ও তিন চাকার যানবাহন এমনভাবে চলাচল করছে যেন এই মাঠটিকেই একটি সড়ক পথ হিসেবে বেছে নিয়েছে। যার কারনে মাঠে উঁচু নিচু গর্ত ও কাদা মাটির সৃষ্টি হয়েছে , ট্রাকের ধাক্কায় দুইটি গোলবারই ভেঙ্গে পড়েছে। মাঠের এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত মেরামত ও সংস্কার প্রয়োজন।
এই মাঠটি বাঁচানো গেলে কিশোরী কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।
যদি মাঠের এই বেহালদশা লেগে থাকে তাহলে যুব সমাজের খেলাধুলা বিনোদন ও মানসিক বিকাশে বাধাগ্রস্থ হবে, যা কোনভাবেই কাম্য নয়। বাগিচাপাড়া স্পোর্টিং ক্লাব সহ সকল ক্লাব , ও দুর্গাপুরবাসী চায় যেনো এই মাঠটির দ্রুত সংস্কার মেরামত কাজ শুরু হয়। তরুণ প্রজন্ম ও যুব সমাজ পুনরায় এই মাঠে খেলায় ফিরতে চায়।