মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৭ পিএম | অনলাইন সংস্করণ

জাতির পিতার জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য এক কোটি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি ব্যক্তি কমপক্ষে একটি করে ফলজ, বনজ ও ঔষধি মোট ৩টি গাছ রোপণ করবেন।

ধারাবাহিক এ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে সোমবার (২৮ সেপ্টেম্বর) বৃক্ষের চারা রোপণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম, নুর মোহাম্মদ, এমপি, মো. আয়েন উদ্দিন, এমপি, রনজিত কুমার রায়, এমপি, ছোট মনির, এমপি, মো. ছানোয়ার হোসেন, এমপি, মোয়াজ্জেম হোসেন রতন, এমপি, শফিকুল ইসলাম শিমুল, এমপি, অপরাজিতা হক, এমপি, আঞ্জুম সুলতানা, এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি।

বৃক্ষরোপণ শেষে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান। আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে গাছ লাগাতে পেরে আমি খুবই আনন্দিত। দূরদর্শী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার পাশাপাশি সোনার বাংলাদেশকে আরো উন্নত করা এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীকে তাৎপর্যময় করে রাখার জন্য বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচী ঘোষণা করেন। সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে এই বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে অক্সিজেন সরবরাহ করে, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করে তাই প্রত্যেকের উচিত বনজ, ফলজ এবং ঔষধি তিনটি করে বৃক্ষরোপণ করা।’ 

মো.শাহরিয়ার আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে সংসদ ভবন চত্বরে গাছ লাগাতে পেরে আনন্দ প্রকাশ করেন। এ সময়ে তিনি বলেন, জাতীয় সংসদে বিভিন্ন সময়ে সংসদ সদস্যবৃন্দ আসেন, রাজনীতিবিদরা আসেন এবং রাজনৈতিক কারণে অথবা প্রাকৃতিক নিয়মে চলে যেতে হয়। এই গাছ লাগানোর ফলে সকলের একটি স্মৃতি রয়ে যাবে। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপন একটি বিশেষ মাধ্যম বলে প্রকৃতির দিকে তাকাতে হবে, প্রকৃতিকে ধরে রাখতে হবে। বৃক্ষরোপণের এ ধারাবাহিক কার্যক্রমের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

বৃক্ষরোপণ শেষে সংসদ সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শুধু সংসদ ভবন চত্বরেই নয়, প্রত্যেকের নির্বাচনী এলাকায় এর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের প্রতিটি অঞ্চলে রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে ও সারা বাংলাদেশের প্রতিটি সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী চলমান রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ করছেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সংসদ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে তাঁদের স্মৃতি ধরে রাখার সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী, স্পীকার, চীফ হুইপসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজ প্রধানমন্ত্রীর শুভজন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে আমরা দেশকে সবুজ সমারোহে পরিণত করার মন্ত্রে আবারো উজ্জীবিত হবো।
  
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]