প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ পিএম | অনলাইন সংস্করণ
করোনা মহামারিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, শিক্ষার্থীরা বাড়িতে থেকে অনলাইনে আরও নিভিঘ্নে, সুন্দর ও গতিশীলভাবে ক্লাস করতে পারে সেই ভাবনা থেকে ঢাকা কলেজে "অনলাইন ক্লাস স্টুডিও ও সার্ভার রুম " উদ্বোধন করেন কলেজের প্রফেসর অধ্যক্ষ নেহাল আহমেদ।
মহামারী "কোভিড-১৯" পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কয়েকদিন পরেই ১লা এপ্রিল থেকে ঢাকা কলেজের ডাইনেমিক ও শিক্ষাবান্ধব অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেন, যা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম অনলাইনে শ্রেণিকার্যক্রম পরিচালনা।
"অনলাইন ক্লাস স্টুডিও ও সার্ভার রুম" উদ্বোধনের সময় প্রফেসর নেহাল আহমেদ সকল শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার আহবান জানান। এবং তিনি বলেন, এই "অনলাইন ক্লাস স্টুডিও ও সার্ভার রুম" উদ্বোধনের মাধ্যমে ঢাকা কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রমে আরো এক ধাপ এগিয়ে গেল। এবং করোনাকালীন সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাড়িতে অলস সময় অতিবাহিত না করে পড়াশোনাতে মনোনিবেশ করতে তিনি আদেশ দেন৷
“অনলাইন ক্লাস ষ্টুডিও ও সার্ভার রুম” এর উদ্ভোধনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম মইনুল হোসেন, আইসিটি বিভাগের কনভেনার প্রফেসর অখিল চন্দ্র বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল কুদ্দুস সিকদার, বিভাগীয় প্রধানগণ, আইসিটি বিভাগের সদস্যবৃন্দ এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।