প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে নিষেধ করায় ও মায়ের বকাঝকা দেয়ায় অভিমানে রাতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে নীরব বেপারী (১৩) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে । ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে ঘটে।
নিহত নীরব বেপারী কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র এবং একই এলাকার আঃ কাশেম বেপারীর ছেলে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে বসত ঘরে বসে মোবাইলে গেম খেলতে থাকে নীরব। রাত ৯টার সময় নীরবের মা পড়ালেখা বাদ দিয়ে গেমস খেলতে ছেলেকে নিষেধ করে বকাঝকা করেন ও মারধর করেন। পরে রাতে নীরব না খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে নীরব কে ডাকতে গেলে রুমে গিয়ে দেখে নীরব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ শুক্রবার সকালে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সকালে খবর পেয়েছি ঠেংগামাড়া এলাকায় নীরব বেপারী নামে ৮ম শ্রেনীর স্কুলছাত্র মোবাইলে গেমস খেলতে নিষেধ করা নিয়ে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে সোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।