টাঙ্গাইলে ফের যমুনা নদীর পানি বৃদ্ধি
তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন বাড়ি-ঘর,ফসলি জমি
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলে ফের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।গত ২৪ ঘণ্টায় আট সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।গত কয়েক দিনে টাঙ্গাইল সদরের কাকুয়া,কালিহাতীর চরপৌলি,বেলটিয়া বাড়ি, আলিপুর,আফজালপুরসহ চরাঞ্চলে শতাধিক ঘর-বাড়ি,ফসলি জমি,মসজিদ,মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।তিনি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
জানা গেছে,সম্প্রতি ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই ফের যমুনা নদীর পানির বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল সদরের কাকুয়া,কালিহাতীর চরপৌলি,বেলটিয়া বাড়ি ও আলিপুরসহ চরাঞ্চলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।ভেঙে যাচ্ছে ফসলি জমি,ঘর বাড়ি,শত বছরের পুরনো মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা।গেলো এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে চলে গেছে মসজিদসহ শতাধিক ঘর-বাড়ি। হুমকিতে রয়েছে বহু স্থাপনা। ভাঙনের তীব্রতায় বেশি হওয়ায় ঘর বাড়ি সরানোর সুযোগ পাচ্ছেনা তারা। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তি এলাকায় বসবাসকারি লোকজন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান,ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি।তাৎক্ষণিক তাদের কিছুটা সহায়তা করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তালিকা তৈরি করতে বলা হয়েছে।