রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এক পোস্টে প্রিয়াঙ্কার আয় ২ কোটি ৪৫ লাখ
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৫ পিএম | অনলাইন সংস্করণ

ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়া দুজনেই আছেন ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকার তালিকায়।  ফোর্বস সম্প্রতি একটা তালিকা প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছে। হপারএইচকিউ ডট কমের সাহায্যে ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকাদের নাম প্রকাশ করেছে। আর সেই তালিকায় নাম আছে দুজন ভারতীয় তারকার। একমাত্র বলিউড তারকা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর আরেক ভারতীয় হলেন বলিউড তারকা আনুশকা শর্মার ক্রিকেটার জীবনসঙ্গী বিরাট কোহলি। ‘পেইড পোস্ট’ করে দ্বিতীয়বার এই তালিকায় নাম তুললেন প্রিয়াঙ্কা। একমাত্র বলিউড তারকা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।  

ভারতে সবচেয়ে ফলোয়ারসমৃদ্ধ তারকাদের ভিতর দ্বিতীয় প্রিয়াঙ্কা চোপড়া (প্রথম বিরাট কোহলি)। ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ৫ কোটি ৭৫ লাখ। দৈনিক এই সংখ্যা কেবল বড় হয়। প্রতিটি পোস্ট বাবদ গড়ে ২ কোটি ৪৫ লাখ টাকা করে নেন প্রিয়াঙ্কা। তালিকার ২৮তম স্থান দখল করেছেন তিনি।  ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়া  দুজনেই আছেন এই তালিকায়।

আগের বছর প্রতি পোস্টে ২ কোটি ২৯ লাখ টাকা নিতেন প্রিয়াঙ্কা। হয়েছিলেন ১৯তম। তুলনামূলকভাবে প্রতি পোস্টে প্রিয়াঙ্কার দর বাড়লেও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন কিছুটা কমেছে প্রিয়াঙ্কার। অন্যদিকে, ‘ইনস্টা নামের গ্রাম’ থেকে আয়ের দিকে ২৩তম হয়েছেন বিরাট কোহলি। প্রতি পোস্টে তিনি ১ কোটি ৬৬ লাখ টাকা নেন। তবে ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার চেয়ে তাঁর বিজ্ঞাপনের সংখ্যা বেশি।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়া ছাড়াও অসংখ্য পণ্যের ব্রান্ডের অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা। বিজ্ঞাপনের ক্ষেত্রে তারকার ইমেজ আর গ্রহণযোগ্যতা খুবই জরুরি। আর প্রিয়াঙ্কার ‘আন্তর্জাতিক ইমেজ’ ইনস্টাগ্রাম থেকে ‘স্পনসরড পোস্ট’-এর মাধ্যমে তাঁর আয়ের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা রেখেছে।

গত জুলাইয়ে শোনা গেল, অনলাইন প্ল্যাটফর্ম আমাজন প্রাইম মার্কিন মুলুকে ঘর পাতা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মাল্টিমিলিয়ন ডলারের চুক্তি করেছে। সেই চুক্তির প্রথম প্রজেক্টের ঘোষণা এসেছে। ‘সিটাডেল’ নামে এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা দেবেন প্রিয়াঙ্কা। দেখা দেবেন দুর্ধর্ষ এক গোয়েন্দার ভূমিকায়। সিরিজটি ধুন্ধুমার অ্যাকশননির্ভর গোয়েন্দা কাহিনি, তবে আবেগেরও কোনো খামতি থাকবে না। শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হবে শুটিং।

এই তারিকায় প্রথম দিকে আছেন কাইলি জেনার, ডোয়াইন জনসন, ক্রিস্টিয়ানো রোনালদো, জাস্টিন বিবার, কিম কার্ডাশিয়ান, আরিয়ানা গ্রান্ডে, সেলেনা গোমেজ, সেলেনা গোমেজ, বিয়ন্সে নোয়েলস, টেইলর সুইফট, নেইমারসহ আরও অনেকে। তালিকার প্রথম অবস্থানে থাকা কাইলি জেনার প্রতি পোস্টে নেন ১০ কোটি ৭৩ লাখ টাকা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]