১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর হত্যাকারীদের বাঁচাতে সেই বছরের ২৬শে সেপ্টেম্বর জারি করা হয়েছিল কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ।
হত্যাকারীদের রক্ষা করতে খন্দকার মোশতাক আহমেদ জারি করেছিলেন ইনডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ। এই কালো আইনের মাধ্যমে স্বাধীনতাবিরোধী অশক্তি রক্ষা করতে চেয়েছিলো বঙ্গবন্ধুর খুনিদের। ইতিহাসের সেই কালো অধ্যায় তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে নির্দেশক মান্নান হীরা মঞ্চে এনেছেন নাটক 'ইনডেমনিটি'।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশজুড়ে মঞ্চস্থ হবে এই নাটক।
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় ১৯৯৬ সালে। কিন্তু, ইতিহাসের এই কালো অধ্যায়কে তরুণদের কাছে তুলে ধরার প্রচেষ্টায় নির্দেশক মান্নান হীরার সহযাত্রী হয়েছেন তরুণ নাট্যকর্মীরা।
নির্দেশক মান্নান হীরা বলেন, 'একটি শো করেই বন্ধ করবো না। এটি ধারাবাহিকভাবে সারাদেশে মঞ্চস্থ করবো। জাতির কাছে ইতিহাস তুলে ধরা হবে।'তরুণদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নাট্যমহড়া কক্ষগুলো।
স্যাটায়ারধর্মী এই নাটকের মধ্য দিয়ে কুশীলবরা উজ্জীবিত করতে যাচ্ছেন তরুণ প্রজন্মকে।