প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৭ পিএম | অনলাইন সংস্করণ
একসময় বাংলাদেশি গীতিকারদের লেখা অনেক গানে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। সম্প্রতি তিনি আবারও একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন রাজুব ভৌমিক। ‘নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের এ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন রাজন সাহা।
এ গান প্রসঙ্গে কুমার শানু বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশি কারও লেখা গান গাইলাম। এটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। কথা ও সুর বেশ চমৎকার। বিশেষ করে বাংলাদেশের নোয়াখালী নামে একটি জনপ্রিয় অঞ্চলের কিছু শব্দ গানটিতে ব্যবহার করা হয়েছে, যা শ্রোতাদের শুনতে ভালো লাগবে বলেই আমার বিশ্বাস’
গীতিকার রাজুব ভৌমিক বলেন, ‘এটি ব্যতিক্রমধর্মী একটি গান। আমার জন্ম নোয়াখালীতে এবং নোয়াখালীই আমার প্রথম প্রেম। নোয়াখালীর সবকিছু ভালোবাসি। তাই গানটি লিখে বেশ আনন্দ পেয়েছি। এটিতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। যার গান শুনতে শুনতে আমি বড় হয়েছি। এ গানের কথাতে নোয়াখালীর কিছু বহুল ব্যবহৃত শব্দ যোগ করেছি যা শ্রোতাদের আনন্দ দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ গানটি আগামী ইংরেজি নববর্ষে স্টুডিও জয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।