প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:০০ পিএম | অনলাইন সংস্করণ
বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাতালগঞ্জ আবাসিক এলাকার ২ নম্বর সড়কে (প্রেসিডেন্সি স্কুলের বিপরীতে) নির্মিত ‘রূপায়ণ ডা. এ সোবহান টাওয়ার’ এর মালিকানা ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রূপায়ণ গ্রুপের উদ্যোগে নগরীর চারতারকা হোটেল ‘ওয়েল পার্ক’ এ আয়োজিত এক অনুষ্ঠানে রূপায়ন ডা. সোবহান টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান দেওয়ান। এসময় তিনি বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আধুনিক স্থাপত্যশৈলীতে অ্যাপার্টমেন্ট নির্মাণ করে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ইতোমধ্যে অনেক খ্যাতি অর্জন করেছে। পূণ্যভূমি চট্টগ্রাম আমাদের কাছে আগে অচেনা হলেও আজ থেকে চেনা। রূপায়ণ ডা. সোবহান টাওয়ার প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে একটি আধুনিক নির্মাণশৈলীতে ক্লাসিক্যাল অ্যাপার্টমেন্ট করেছি। যা অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন অ্যাপার্টমেন্ট।
তিনি আরও বলেন, রূপায়ণ গ্রুপ সবসময় গ্রাহকদের পাশে থাকে। দৃষ্টিনন্দন এই অ্যাপার্টমেন্ট উপহার দিয়ে আমরা আমাদের কথা রেখেছি, আপনারাও আমাদের কথা রাখবেন। এখন ফ্ল্যাট মালিকদের দায়িত্ব হলো এই প্রকল্পের সার্বিক সৌন্দর্য রক্ষা করা। সর্বাধুনিক সুযোগ-সুবিধার এই প্রকল্পকে নিজের সম্পদ বিবেচনায় এনে ধরে রাখা। সার্বক্ষণিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের একটি টিম সব সময় আপনাদের সাথে। দীর্ঘদিন পর আমাদের একটি স্বপ্নের বাস্তবায়ন হলো। গ্রাহকদের সুখে-দুঃখে আমরা সব সময়ই পাশে থাকব।
মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মো. সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড মিডিয়া) মো. শওকত আহমেদ, রূপায়ন ডা. সোবহান টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. নুুরুন্নবী, সেক্রেটারী ডা. নাসরীন বানু বক্তব্য রাখেন। এসময় রূপায়ণ গ্রুপের ঢাকা ও চট্টগ্রামের কর্মকর্তা ও রূপায়ণ ডা. এ সোবহান টাওয়ারের ল্যান্ড ওনার ও ফ্ল্যাট মালিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাতালগঞ্জ আবাসিক এলাকার ২ নম্বর সড়কে (প্রেসিডেন্সি স্কুলের বিপরীতে) প্রায় ১৪ কাঠা জায়গার ওপর নির্মিত হয়েছে বেইসমেন্টসহ ১২ তলা ‘রূপায়ন ডা. এ সোবহান টাওয়ার’। এখানে অত্যাধুনিক সকল সুবিধা-সম্বলিত রয়েছে ১৮৮০ বর্গফুটের ২৯টি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। সুরম্য কমিউনিটি হল, সু-পরিসর গাড়ি পার্কিং সুবিধা, সোলার সিস্টেমসহ রয়েছে আলাদা আলাদা ২টি প্যাসেঞ্জার লিফট।