শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শাহিনবাগের ‘দাদি’টাইমের প্রভাবশালীর তালিকায়
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১:৪০ এএম | প্রিন্ট সংস্করণ

ভারতে সম্প্রতি যে আন্দোলনগুলো বড় আকার ধারণ করেছিল, তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী বিক্ষোভ। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে এই আইন পাস হয়। এরপর দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। কিন্তু রাজধানী নয়াদিল্লির শাহিনবাগের বিক্ষোভ সবার দৃষ্টি কেড়েছিল। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন নারীরা। এই নারীদের মধ্যে বয়স্ক কয়েকজন নারী ছিলেন আলোচনার কেন্দ্র। তেমনি একজন নারী এবার টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর  তালিকায় স্থান পেয়েছেন। ৮২ বছর বয়সী এই নারীর নাম বিলকিস।কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, প্রভাবশালীর তালিকায় ‘আইকন’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বিলকিস। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টাইম-এর ২০২০ সালের প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন শাহিনবাগের এই ‘দাদি’।
১১ ডিসেম্বর সিএএ পাস হওয়ার আগে থেকে ভারতে বিক্ষোভ চলছিল। সেগুলোও এই নাগরিকত্বসংক্রান্ত। যার একটি জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)। কিন্তু সিএএ পাসের পর ১৪ ডিসেম্বর থেকে শাহিনবাগে টানা বিক্ষোভ শুরু হয়, যা চলে ১০১ দিন। এই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন বিলকিস। টাইম ম্যাগাজিনে তাঁর প্রোফাইল লিখেছেন ভারতীয় লেখক রানা আইয়ুব। তিনি লিখেছেন, এই আন্দোলনের সময় অধিকারকর্মী, শিক্ষার্থীদের আশা জুগিয়েছেন, তাঁদের সাহস দিয়েছেন বিলকিস।চলতি বছরের শুরুতে শান্তিপূর্ণ এই বিক্ষোভ চলাকালে বিলকিসের সঙ্গে কথা বলেছিলেন রানা আইয়ুব। তখন বিলকিস বলেছিলেন, ‘শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি এখানে থাকব।’ তিনি জানিয়েছিলেন, ন্যায়বিচার, সমতা এবং ভারতের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে আন্দোলনে যোগ দিয়েছেন তিনি। আইয়ুব বলেন, ভারতের পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এই নারী।গত জানুয়ারিতে এই বিক্ষোভ নিয়ে আল-জাজিরাকে তিনি বলেছিলেন, সিএএর লক্ষ্য হলো ভারতের মুসলমান এবং তাঁদের ছেলেমেয়েদের আটক শিবিরে পাঠানো।
টাইম-এর প্রভাবশালীর তালিকায় আরও স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, তাঁর রানিংমেট কমলা হ্যারিস।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]