সাভারে চার ফার্মেসিতে র্যাবের অভিযান
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১:৩৬ এএম | প্রিন্ট সংস্করণ
সাভার হেমায়েতপুরের ৪টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের অভিযোগে গত বুধবার ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদ- করেছে র্যাব এর ভ্রাম্যমাণ আদালত। সাভার থানার হেমায়েতপুর এলাকায় ওষুধ প্রশাসনের অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে বুধবার (২৩ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় আল মদিনা ফার্মেসির মালিক জয়নালকে (৩০) দেড় লক্ষ টাকা, স্টার ফার্মেসীর মালিক মহিউদ্দিন শেখ আসলাম (৩১)’কে দুই লাখ টাকা এবং সোহেল মেডিসিন কর্নারের মালিক এস এম কামরুজ্জামান (৩৮)’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আয়েশা মেডিকেল হল এর ম্যানেজার মো. আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত সকল ফার্মেসি হতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।