আগামী বছরের মার্চ পর্যন্ত ইংল্যান্ডের ক্রীড়া ইভেন্টগুলো দর্শকশূন্য থাকবে
মাঠে দর্শক ফেরানোর চিন্তা বাদ ইংল্যান্ডের
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩১ পিএম | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ইংল্যান্ডের মাঠে খেলা হয়নি। এখন এই মহামারির মধ্যেই খেলা শুরু হয়েছে। সেইসঙ্গে অক্টোবর থেকেই ধীরে ধীরে মাঠে দর্শকদেরও ফেরানোর পরিকল্পনা ছিল দেশটির। তবে দেশটিতে চলতি মাস থেকেই করোনার সংক্রমণ ক্রমে বাড়া শুরু হয়েছে। করোনার এই দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সব চিন্তা-ভাবনা বদলে দিচ্ছে। এমন অবস্থায় মাঠে দর্শক ফেরালে আরও ঝুঁকি বাড়বে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ১ অক্টোবর থেকে মাঠে দর্শক ফেরানো সম্ভব নয়। আমাদের স্বীকার করতে হবে যে, ভাইরাসটির বিস্তার এখন বড় ক্রীড়া ইভেন্টগুলোর ওপর প্রভাব বিস্তার করছে।
ইংল্যান্ডে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা মাত্রা ৪-এ উন্নীত করা হয়েছে। এর অর্থ হলো- সংক্রমণ এখন বাড়ার দিকে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে পরবর্তী ৬ মাস। ফলে আগামী বছরের মার্চ পর্যন্ত ইংল্যান্ডের ক্রীড়া ইভেন্টগুলো দর্শকশূন্য থাকবে বলে ধারণা করা হচ্ছে