কাপাসিয়ায় বেড়েছে করোনার প্রকোপ : সন্ধ্যার পর কিশোর-কিশোরীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:২৪ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় স্কুল কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে ঘোরাফিরা ও আড্ডা দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা: ইসমত আরা স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারী করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা জানান, সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় কোভিড-১৯ এর সংক্রমণ তুলনামূলক পুনঃরায় বৃদ্ধি পেয়েছে। তাই মরণঘাতী এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। সচেতনতার জন্য ইতিমধ্যেই গণবিজ্ঞপ্তির এ আদেশ মাইকিং ও পোষ্টারিংসহ বিভিন্ন মাধ্যমে এলাকায় প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ প্রতিরোধের জন্য কাপাসিয়া উপজেলাধীন চায়ের দোকানে, হোটেল/রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠাণের মাঠ, রাস্তার মোড় ইত্যাদিস্থানে স্কুল কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফিরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হলো। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ জনস্বার্থে জারী করা হলো