প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “বর্তমানে করোনা ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এদের মধ্যে ৯টি কোম্পানী তাদের পরীক্ষার চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ৯টি কোম্পানীর অন্তত ৫টির সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা। বিশে^র যেকোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব ধরণের নির্দেশনা রয়েছে।”
আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ ২০২০” উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, এমপি।
করোনায় সেকেন্ড ওয়েভ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “বিশ^ব্যাপি মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে করোনায় সেকেন্ড ওয়েভ শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে, সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কি কি করনীয় সে ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে। করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশে^র মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক কর্ণেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ইউছুফ ফকিরসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী “মুজিব বর্ষ ২০২০” উদযাপন উপলক্ষে উন্নত চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নতুন চিকিৎসা সুবিধাদি বৃদ্ধি করতে ২৩টি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।