প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরে বিশ্বরেকর্ড গড়েছেন দর্শকরা। চলতি আসরের প্রথম ম্যাচে শনিবার আবুধাবির জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস।
করোনা সংক্রমণ এড়াতে মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। বাধ্য হয়েই আইপিএল ভক্তরা খেলা দেখেছেন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। বিশ্বের ২০ কোটি মানুষ চেন্নাই বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি দেখেছেন, যা নজিরবিহীন। এর আগে লাইভ কোনো ম্যাচ এত লোক দেখেনি।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ টুইটারে এমনটি নিশ্চিত করেছেন।
এবারের আইপিএল শুরুর আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, এবারের আইপিএলে রেকর্ডসংখ্যক টেলিভিশন ভিউয়ারশিপ দেখা যাবে।