প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
শীঘ্রই হচ্ছে না বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিল। করোনার অজুহাতে কাউন্সিল না হওয়ার কথা বলা হলেও দলের সাংগঠনিক দূর্বকেলতার কারনেই দলটি যথাসময়ে কাউন্সিল করতে পারছে না বলে মনে করছেন দলটির কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দ। কাউন্সিলের সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জেলা -উপজেলায় কাউন্সিল করতে পরেনি বিএনপি ।
সাম্প্রতি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হলেও তা ছিল একেবোরে নিরুত্তাপ। গঠিত কমিটি নিয়ে কোন আলোচনা সমালোচনা নেই ক্ষোদ বিএনপির মধ্যে। এবারের কমিটিতে স্থান পাওয়াদের কোন প্রতিদ্বন্দিও ছিলনা । কেন্দ্রীয় কমিটির মত জেলা পর্যায়েও একই অবস্থা । একইভাবে মূল দলের মত জেলা উপজেলাতে নির্জিব বিএনপি। শুধুমাত্র নয়া পল্টন থেকে রুহুল কবির রিজভীর বার্তা প্রেরনের মধ্যে আটকে আছে দলটির রাজনৈতিক কার্যক্রম। এমন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,একটা সময় কাউন্সিল হবে।গয়েশ্বরের এমন বার্তায় হতাশ দলটির নেতা কর্মিরা।
শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী তরুণ দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন , টানা পাঁচ মাস বন্ধের পর দলের সাংগঠনিক শুরু মানে এটা জাতীয় কাউন্সিলের অংশ। দেশব্যাপী প্রতিটা জেলা, উপজেলা বা থানার যতটা ইউনিট আছে সেগুলো কাউন্সিলে পূর্বেই সম্পন্ন করতে হয়। সেই কাজটা শুরু হয়েছে। বাংলাদেশের পরিস্থিতিতে কখন কাউন্সিল করার সুযোগ সৃষ্টি হবে সেজন্য অপেক্ষা করতে হবে। একটা সময় কাউন্সিল হবে।
গয়েশ্বর বলেন, কাউন্সিল মানে হলো ব্যাপক। প্রায় চার হাজারের মতো কাউন্সিলর আছে। তারপরে ডেলিগেইট। সব কিছু বিবেচনায় রাখতে হবে।
করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মানা এবং মানুষের জীবনে যে ঝুঁকি সব কিছু মোকাবিলার ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলতে হয় প্রত্যেকে প্রত্যেকের স্বার্থে। আমি নিয়ম মানছি শুধু আমার স্বার্থে না, আরেকজনেরও স্বার্থে। এখন যে স্বাস্থ্যবিধি আছে সেখানে সাংগঠনিক কার্যক্রম জোরেশোরে করার সুযোগ কম। তারপরেও কাজ শুরু করেছি। তিনি বলেন, কাউন্সিল দলের সাংগঠনিক প্রক্রিয়ার একটা অংশ, এটা গঠনতন্ত্রেও নিয়ম আছে। সে কারণে আমাদের কাউন্সিলটা যে সময় হওয়ার কথা সে সময়ে হয় নাই। ভবিষ্যতে হবে।