প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকে করে সিএনজি সিলিন্ডার গ্যাস বিক্রির সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১২টি গ্যাস ভর্তি সিলিন্ডার সহ ওই ট্রাক জব্দ করার ১৪ দিন পর অবশেষে মিজানুর রহমান (৪২) কে আসামী করে বিস্ফোরক পরিদর্শক বিস্ফোরক পরিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের ড. আসাদুল ইসলাম বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেন। আসামী মিজানুর রহমান উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার মৃত হাকিম প্রাং এর ছেলে।
উল্লেখ্য, সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান দীর্ঘ দিন ধরে গভীর রাতে ট্রাকে সিলিন্ডার রেখে বিভিন্ন যানবাহনে অবৈধভাবে গ্যাস বিক্রি করে আসতো। ট্রাকে বড় আকারের ২০ থেকে ৩০ টি সিলিন্ডার রেখে যখন শহরে মানুষ শুন্য হয় গভীর রাতে ট্রাকের সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনে গ্যাস বিক্রি করে থাকে। দুরত্ব ও খরচ এড়াতে যানবাহনের মালিকরা এই ট্রাক থেকে গ্যাস সংগ্রহ করে থাকেন। গত ৭ সেপ্টেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে ১২টি গ্যাস ভর্তি সিলিন্ডার সহ একটি ট্রাক জব্দ করে। পরে ট্রাকসহ সিলিন্ডার থানা হেফাজতে রাখার পর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি বগুড়া পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেন। এদিকে গ্যাস ভর্তি সিলিন্ডার ও ট্রাক জব্দের ১৪ দিনের মাথায় বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের হয়।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন বলেন, আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের তৎপরতা চলছে।