প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা গ্রামের ছোট আমখোলা গ্রামে যৌতুকের দাবীতে শরীরে জলন্ত খুন্তি দিয়ে স্বামী,শ্বাশুরী, ও ননদের হাতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলা তুলে না নিলে মামলার বাদীকে এসিড নিক্ষেপ করার হুমকি দেয়ার অভিযোগে আজ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে করেছেন নির্যাতিত গৃহবধূ মোসাঃ মারজিয়া।
সংবাদ সন্মেলনে মারজিয়ার বাবা,আঃ খালেক খান, চাচা জলিল খান,চাচী, রেহেনা বেগম,খালা মোর্শেদা বেগম সহ আত্মীয় স্বজনরা উপস্হিত ছিলেন। গৃহবধূ মারজিয়া অভিযোগ করেন,২০০৯ সালে, বড় আমখোলা গ্রামের মানিকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার বাবা স্বামীর দাবীতে শ্বশুর বাড়ীতে বসতঃঘর তুলে দেয়। আসবাবপত্র ও স্বর্ণালংকার সহ নগদ টাকা দেয়। শ্বাশুরী আলেয়া বেগম শ্বশুরকে রেখে অন্য একজনের সাথে চলে যায়। বিধবা ননদ বাড়ী এসে, শ্বাশুরী, স্বামী,ননদ যৌতুকের দাবীতে নির্যাতন করতে থাকে। ১০ সেপ্টেম্বর রাতে স্বামী,শাশুড়ি ও ননদ তাকে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে জ্বলন্ত লোহার খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্হানে ছ্যাঁকা দেয়।
চিকিৎসার পরে মামলা দায়েরের পরে পুলিশ জাকিয়াকে গ্রেফতার করে।মারজিয়া অভিযোগ করেন,ননদকে গ্রেফতারের পর থেকে তার স্বামী,শ্বাশুরীর বর্তমান স্বামী মোতালেব, ভাসুর জসিম,জয়নাল,আত্মীয় কুদ্দুস ও হারুন মামলা তুলে নেয়ার জন্য তাকে এবং তার বাবা- চাচাকে হুমকি দিচ্ছে। মারজিয়া অভিযোগ করেন,হারুন ও কুদ্দুস প্রকাশ্যে এসিড মারার হুমকি দিচ্ছে।
অবিলম্বে মামলার অপর আসামীদে গ্রেফতার ও এসিড নিক্ষেপের হুমকিদাতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনির ব্যাবস্হা গ্রহনের দাবী জানানো হয়।