প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন এক ভুয়া মেজর। তিনি প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন ৩৮ লাখ টাকা।
সিআইডির সহকারী পুলিশ সুপার মো.জিসান আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আবজাল খান (৫০)। গতকাল রাতে মানিকগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে গ্রেপ্তার ব্যক্তি ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার প্রতারণার শিকার এক ব্যক্তি বাদী হয়ে চাপাইনবয়াবগঞ্জে একটি মামলা দায়ের করেছিল গত ৯ জুন। সেই মামালায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডির এক কর্মকর্তা।