প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৬ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কেয়া আক্তার কাকলির ওপর হামলাকারী লালচানকে মাত্র দেড় ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশে তড়িৎ এ গ্রেপ্তারের ঘটনার জন্ম দিয়ে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বলতর করেছে পুলিশ বাহিনীর সদস্যরা।
নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মেয়ে কেয়া আক্তার কাকলি। তাদের গরু ধান ক্ষেতে যাওয়ার অভিযোগে লালচান কেয়ার মাসহ ঢাবির এই শিক্ষার্থীর মাথা ফাঁটিয়ে দেয় এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ছবি আপলোড করেন কেয়া। এরপরই প্রতিবাদের ঝড় উঠে। একপর্যায়ে ভোরের পাতার পক্ষ থেকে বিষয়টি পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর দৃষ্টিগোচর করা হলে তিনি তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত লালচানকে গ্রেপ্তার করার নির্দেশ দেন।
এদিকে, কেয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলেও তার এক বন্ধু জানিয়েছেন। তার মাথায় ৭ টা সেলাই লেগেছে।