ভ্রম
কোথায় সে শুভক্ষণ মধুর জহর,
আবার ফিরতে চাই অজানা শহর।
ফিরে এসো রাতজাগা ফিরে এসো ভুল,
অপেক্ষায় থেকে থেকে চোখে লাগা ধুল।
ফিরে এসো ছদ্মবেশী মায়াবী লগণ,
ভ্রমের বিশুদ্ধ ঘোরে ধেয়ানে মগন।
ফিরে এসো সেই পথ যার শেষ নাই,
হৃদযমুনায় রেখে পথে খুজি ঠাঁই।
ধুসর অলীক মোহ ফিরে ফিরে চায়,
নয়নে নয়ন রেখে ইশারা জানায়।
কবেকার ভুল স্রোত আমাকে ভাসায়,
অনন্তকাল থেকেছি তারই আশায়।
ইচ্ছে গুলো এভাবেই পথ চেয়ে থাকে,
তৃষিত নয়ন শুধু তোমাকেই ডাকে।