সাবিনা আক্তার তুহিন বলেন, নবাব সিরাজউদৌলা যেদিন আম্রকাননে মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয়েছিলেন, সেদিন স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের জন্মের মহানায়ক হিসাবে জন্মেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু দেশ স্বাধীনই করেননি, দেশকে গড়েও তুলেছিলেন। তিনি না থাকলে বাংলাদেশকে এত তাড়াতাড়ি অনেক দেশ স্বীকৃতি দিতো না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৈশোর থেকে রাজনীতি করে আসছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। তিনি অত্যন্ত মানবিক। তিনি নিজের শিক্ষককে সম্মান দিতে লাল গালিচা ছেড়ে দিয়েছেন। পা ছুঁয়ে সালাম করেছেন। আইভী আপার মিলাদ মাহফিলে একদিন কথা প্রসঙ্গে বলেছিলাম, আমি সবই রান্না করতে পারি, তবে পোলাও ভালো রান্না করতে পারি না। তখন নেত্রী বলেছিলেন, ‘তুই কাল আসিস, আমি পোলাও রান্না শিখিয়ে দিবো।’ তার সুযোগ্য সন্তান হিসাবে সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল নিজ নিজ অবস্থানে সফল হয়েছেন। প্রধানমন্ত্রী নিজের সন্তানদের সুসন্তান হিসাবে গড়ে তুলেছেন। অন্যদিকে দেখুন, খালেদা জিয়া তার ছেলেদের কি বানিয়েছে। তারা আদালতে প্রমাণিত দণ্ডিত আসামি। তারা এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল দেশকে। সেই কলঙ্ক থেকে মুক্তি দিতেই বাংলাদেশের সরকার প্রধান হয়েছিলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। জিয়াউর রহমানের পরিবারের অবস্থা কতটা করুণ হয়েছে, তা আপনার সবাই দেখছেন। তারেক রহমান খাম্বার ব্যবসা করে দেশে বিদ্যুতের অবস্থা বারোটা বাজিয়েছিল। এখন বিদ্যুত যায় না, আর সে সময় মাঝে মাঝে বিদ্যুত আসতো। বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। কিন্তু তৃণমূলের শক্তির কারণে আওয়ামী লীগ সব সময়ই টিকে রয়েছে। জিয়ার পরিবারের অবস্থা মীরজাফরের মতোই হয়েছে। এমন একদিন আসবে যখন মীরজাফরের কবরের মতো জিয়ার কবরেও মানুষ থুতু দিবে। এরপর দেখুন, এই করোনার সময় সমাজের সকল স্তরের মানুষের জন্য প্রণোদনা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন আমাদের ম্যাজিক কন্যা। প্রতিটি খাতে তিনি বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। সারের জন্য এদেশে কোনো কৃষককে মরতে হয় না, টেন্ডার নিয়ে মারামারি হয় না, ভর্তি নিয়েও খুন হতো। এসব কিছুই হতো না। প্রশাসনিকভাবে শুধু রাজধানী নয়, সারাদেশে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।