প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৭ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালীতে আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার সময় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ সরকার।
এ ঘটনায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইন্দ্রজিৎ সরকার গণমাধ্যমকে জানান, দুপুর পৌনে একটার সময় কেওয়াটখালীর পাওয়ার গ্রিডের পিজিসিবির টি-২ ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এরপর থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে।
তিনি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া ট্রান্সফর্মার সরিয়ে বিদ্যুৎ সচল করার জন্য প্রকৌশলী ও বিদ্যুৎকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। তবে কখন সচল হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।