প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ২:০১ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এ বছর রেকর্ড ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন বন বিভাগ।
আরও ধ্বংসের ঝুঁকি এতই বেশি যে রাজ্যের দক্ষিণাঞ্চলের অর্ধেকজুড়ে থাকা আটটি জাতীয় বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথা সোমবার জানিয়েছে বন বিভাগ, খবর এপি।
সাধারণ শুষ্ক গ্রীষ্মের পরে এখন ক্যালিফোর্নিয়া তপ্ত শরতের দিকে রয়েছে এবং এটি সাধারণত দাবানলের জন্য সবচেয়ে বিপদজনক সময়।
রাজ্যটির ইতিহাসের তিনটি বড় দাবানলের মধ্যে দুটিতে এখন পুড়ছে সান ফ্রান্সিসকো উপকূল এলাকা।
ক্যালিফোর্নিয়া জুড়ে প্রায় ১৪ হাজারের বেশি দমকলকর্মী এসবের পাশাপাশি অন্যান্য আগুন নেভাতে কাজ করছেন।
সম্প্রতি তিন দিনের তাপদাহে রাজ্যের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা (ফারহেনহাইট হিসেবে) তিন ডিজিটের উপরে উঠেছে। তবে আগুন লাগার পেছনে রয়েছে শুষ্ক বায়ুর আবহাওয়া।
এদিকে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক রাজ্যের উত্তরের অর্ধেক অঞ্চলের প্রায় ১ লাখ ৫৮ হাজার গ্রাহকের বিদ্যুত সংযোগ বিছিন্ন করে দেয়ার প্রস্তাতি নিচ্ছে। তাদের লাইন ও অন্য যন্ত্রপাতি নতুন করে দাবানলের সূত্রপাত ঘটাতে পারে এমন সম্ভাবনা কমাতে তারা এ উদ্যোগ নেয়ার কথা ভাবছে।