সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, বিশ্বের সেরা ১০ জন রাষ্ট্রপ্রধানের মধ্যে একজন হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাইয়ের প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের জন্য শেখ হাসিনাকে প্রাচ্যের তারকা হিসাবে আখ্যায়িত করেছে। তিনি একাধারে মানবতার জননী, দক্ষ প্রশাসক এবং করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। বিশ্বের বড় বড় দেশের অনেক রাষ্ট্রপ্রধানরা যেখানে করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুণভাবে সফল হয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, ডিজিটাল বাংলাদেশ, প্রবৃদ্ধি অর্জনসহ মাথাপিছু আয় ২০৬৪ ডলার হয়েছে, শুধু মাত্র শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। তিনি বিশ্বব্যাংক এবং প্রভাবশালী দেশকে পাত্তা না দিয়েই পদ্মা সেতু গড়ে তুলছেন। এমনকি পদ্মা সেতুর কাজ প্রায় শেষ হয়ে গেছে। তিনি ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। এমনকি বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা বলেছিলেন, আমরা যদি ১৮ কোটি মানুষ খেয়ে থাকতে পারি, তাহলে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীরাও খেতে পারবে। বঙ্গবন্ধুর দুই কন্যার মানবিকতা কতটা উঁচু স্তরের, তা এ থেকেই বুঝা যায়। আজকে লন্ডনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এবং বিট্রিশ এমপিরা এখন বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রশংসা করছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। করোনার কারণে আমরা বঙ্গবন্ধুর শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠান করতে পারি নাই। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে ইউরোপের বিভিন্ন দেশে নানা আয়োজন করবো। আমরা দেশের উন্নয়নের কথা বলি। বঙ্গবন্ধুকে হত্যা করেছিল জিয়াউর রহমান, এখন লন্ডনে বসে তারেক রহমান নানা ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করছি।