প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৯:৪২ পিএম | অনলাইন সংস্করণ
বাস্তবায়িত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বরগুনার আমতলী পায়রা নদীর সেতু।পায়রা নদীতে প্রস্তাবিত সেতু নির্মানের স্থান সরেজমিনে পরিদর্শন শেষে মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের পায়রা নদীতে প্রস্তাবিত "শেখ হাসিনা পায়রা" সেতু নির্মানের বিষয়টি নিশ্চিত করেছেন সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফৈরদৌস।
এ সময় তার সাথে ছিলেন,সেতু বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব ড.মোঃ মনিরুজ্জামান, সেতু বিভাগের সচিব, রশিদুল হাসান, মোঃ ওহিদুজ্জামান, তত্তাবধায়ক প্রকৌশলী, সেতু বিভাগ,মোঃ তোফাজ্জেল হোসেন,তত্তাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, পায়রা সেতু।
এরআগে পায়রা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় বরগুনা-০১ আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সহ সাংবাদিকরা সাথে ছিলেন। পরিদর্শন শেষে সার্কিট হাউসে সংক্ষিপ্ত সময় অবস্থানকালে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফৈরদৌস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পায়রা নদীতে, লেবুখালী,মৃর্জাগঞ্জ এবং বরগুনা -আমতলী তিনটি সেতুই নির্মিত হচ্ছে।ইতোমধ্যে তিনটি সেতুর ডিজাইন সহ দাপ্তরিক কাজ শেষ হয়েছে। আরও কিছু মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হলেই অর্থ মন্রনালয় প্রাক্কলিত ব্যায়ের প্রস্তাব দাখিল করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পায়রা নদীর সেতু নির্মান কাজের অগ্রগতি তদারকি করছেন, আপনাদের হতাশ হবার কোন করণ নেই।
সংসদ সদস্য আ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা- আমতলী পায়রা নদীর উপর সেতু নির্মান কাজ নিয়ে শংসয়ের কোন নেই। এসময় তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করে যাবার অঙ্গীকার ব্যাক্ত করে বলেন,এই সেতু নির্মান হলে বরগুনার উন্নয়নের নব দিগন্তের সূচনা শুরু হবে। বরগুনার, পর্যটন,মৎস্য এবং যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন সহ সম্ভাবনার দ্বার উন্মোচি হবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন,পায়রা নদীতে ব্রীজ নির্মান হলে বরগুনার সকল স্তরে উন্নয়ন হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল প্রকার সহযোগীতা অব্যাহত থাকবে।