পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাবলু এই দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাকিব উদ্দিন রুমন তালুকদার(৩৩) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ঈশাদ তালুকদার(২৪) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাউফলের কেশবপুর বাজারে আজ সন্ধ্যা ৭ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রুমন তালুকদার ও ঈশাদ তালুকদার কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে জড়িতরা সবাই পটুয়াখালী-০২ আসনের সাংসদ সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ মোল্লার কর্মী ও সমর্থক।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। উল্লেখ্য, গত শুক্রবার ওই ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি রফিকুল ইসলামকে সালাউদ্দিন পিকুর সমর্থকরা হামলা করে গুরুতর যখম করে। এর জেরে পরবর্তী হামলায় পিকুর দুই ভাই কে পিটিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মহিউদ্দিন লাভলুর সমর্থকরা।