মাওলানা মুহাম্মদ সাইফুল কাবির বলেন, ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান। ইসলামে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অন্যায়ের বিচার আল্লাহ করবেন। ইসলাম হচ্ছে সেই ধর্ম অন্য ধর্মকে সম্মান করে, রাতের আঁধারে হামলা করা অনুমোদন করে না ইসলাম। আমাদেরকে মনে রাখতে হবে, মানবতা হচ্ছে এমন একটা জিনিস যেখানে সঠিক দিক নির্দেশনা দেয় মানবিক হওয়ার মাধ্যমে। ঈদুল ফিতরে আমরা ঈদগাহে যেতে পারি নাই। এবারও করোনার কারণে ঈদগাহে যেতে পারছি না। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করবো। এই করোনার সময় গরিব দুঃস্থদের পাশে থাকতে হবে আমাদের সকলের। তাহলেই ঈদ পরিপূর্ণ হবে। আর সব সময় আল্লার শ্রেষ্ঠত্বের জয়গান গাইতে হবে।
তিনি আরো বলেন, ঈদের সময় আমাদের যে মূল্যবোধ রয়েছে, সেখান থেকে আমরা দূরে চলে গেছি। ঈদের আগের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। আল্লাহর নৈকট্য লাভের জন্য, কাছাকাছি যাওয়ার সবচে তাৎপর্যপূর্ণ রাত হচ্ছে ঈদের আগের রাত। এই রাতকে চাঁন রাত বলে আতশবাজি আর শপিং করে অন্য দিকে নিয়ে গেছেন অনেকে। কিন্তু এই ঈদের আগের রাত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তওবা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। এই রাতে আমরা যথাযথভাবে, প্রাণ উজাড় করে আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া কবুলের সুযোগ পাওয়া যায়। এই রাতে আনন্দে না মেতে থেকে ইবাদত বন্দেগী করলেই ভালো।