রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধু আমার কাছে দার্শনিক, শিক্ষক ও মহান নেতা: জাহাঙ্গীর কবির নানক
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১১:০৪ পিএম | অনলাইন সংস্করণ

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় সফল। মুজিব শতবর্ষে আওয়ামী লীগের সরকার এবং দলের পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের মানুষের পাশে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের রাজনীতিবিদদেরও দাঁড়ানো প্রয়োজন বলে মনে করেন আলোচকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে এসব কথা আলোচকরা। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এবং তরুণ আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানের সঞ্চলনা করেন  সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু একটি পরাধীন জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। ধর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তিনি মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। ১৯৪৯ সাল থেকে ৭১ সাল পর্যন্ত জনগণের অধিকার আদায়ের জন্য বারবার কারাবরণ করেছেন। আগরতলা মামলার সময় আমরা ছাত্র নেতারা স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। চলো ক্যান্টনমেন্টে চলো, শেখ মুজিবকে আনতে চলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এক সুতোয় বেঁধেছিলেন। তিনি অধিকার আদায় করে নিয়েছিলেন, ‘তুমি’ বলে সম্বোধন করার। ৭ মার্চ তিনি সবাইকে তুমি বলেই সম্বোধন করেছিলেন। স্বাধীনতার পর ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের বিনির্মাণে কাজ শুরু করলেন। তারপর বাংলাদেশ ও  বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি একাত্তরের পরাজিত শক্তিরা। রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সাথে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কিছু লোকও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। পরাজিত শক্তিরা ভেবেছিল, মোশতাকদের সাথে নিতে পারলেই এটাকে পারিবারিক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেয়া যাবে। কিন্তু এই বঙ্গবন্ধুর বাংলায় তার হত্যাকারীরা সরকারি পৃষ্ঠপোষকতায় বিদেশে চাকরি পেয়েছে। রাজাকার নিজামীদের গাড়িতে মন্ত্রীত্বেও পতাকা উড়েছে। বঙ্গবন্ধু কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি আমার কাছে দার্শনিক, শিক্ষক ও মহান নেতা। রাজনীতি যদি শুধু বিরোধিতা করা হয়, তাহলে আমি সেই রাজনীতি থেকে অবসর নিবো।

তিনি বিএনপির এমপি হারুনুর রশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে আমেরিকা, ফ্রান্স ভাবলে চলবে না। লকডাউনের সময় আমাদের নেত্রী শেখ হাসিনা সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। আমরা সেই নির্দেশ মেনে রাতের আঁধারে গিয়ে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আমাদের আওয়ামী লীগের ২০০ জন নেতা এই করোনার মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে চলে গেছে। আমার নেত্রী বারবার বলেছেন, ‘নানক তুমি এত দৌঁড়াদৌড়ি করো না।’ কিন্তু আমি মানুষের পাশেই থাকছি। কিন্তু আমি বিএনিপর কোনো নেতাকে ত্রাণ নিয়ে যেতে দেখি নাই। আমি জেলায়, উপজেলায় কথা বলছি। আমি নেত্রীর পক্ষে মানুষের জন্য কাজ করছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]