রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মুজিববর্ষে ষাটের দশকে আওয়ামী লীগের আদর্শকে ফিরিয়ে আনতে হবে: মো. হারুনুর রশীদ
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১১:০৪ পিএম | অনলাইন সংস্করণ

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় সফল। মুজিব শতবর্ষে আওয়ামী লীগের সরকার এবং দলের পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের মানুষের পাশে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের রাজনীতিবিদদেরও দাঁড়ানো প্রয়োজন বলে মনে করেন আলোচকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে এসব কথা আলোচকরা। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এবং তরুণ আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানের সঞ্চলনা করেন  সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন।

মো. হারুনুর রশীদ বলেন, ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আইনশাসন, সুশাসন প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন। তার এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলেন, আজকের বাংলাদেশ কি সেই অবস্থায় রয়েছে। দেশের আর্থিক অবস্থা কেমন আছে তা নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে ১২ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়। কিন্তু স্বাস্থ্যখাতের এই অব্যবস্থাপনার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এখনো দেশের ৪৪টি জেলায় করোনা পরীক্ষার করার সুযোগ নেই। কই স্বাস্থ্যমন্ত্রীকে তো পদত্যাগ করতে দেখি নাই। তারা কিভাবে স্বাস্থ্যমন্ত্রী ও সচিব চেয়ারে থাকে? সরকার এবারের বাজেটেও ৮৫ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ করেছে। কয়েক বছর পর এটা আরো বাড়তে পারে। বঙ্গবন্ধুর শতবর্ষে আমরা যদি দৃশ্যমান দেখতে পারতাম বাংলাদেশের এই দুর্গতি, দুরবস্থা থেকে বের হয়ে আসতে পারতো। এই ১২ বছরে দুর্নীতি দমনে কোনো দৃশ্যমান উন্নতি নেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকার আর্থিক অনিয়ম যেখানে কোনো টাকা তছরুপ করা হয়নি, তাকে আড়াই বছর জেলখানায় রাখা হলো। এর মূল উদ্দেশ্যই ছিল খালেদা জিয়া এবং বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা। আজকে দেশের এই অবস্থায় দেশের সার্বিক উন্নয়নের জন্য জাতীয় সংলাপ করতে হবে। বিএনপি বারবার এটা দাবি করছে। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে। দেশে কোনো রাজনীতিই নেই। সারাদেশে একটা অঘোষিত কারফিউ চলছে। বিরোধী দলগুলোকে নিশ্চিত করে দেয়ার চেষ্টাও করা হচ্ছে। মুজিব বর্ষে আওয়ামী লীগকে প্রতিজ্ঞা করতে হবে, ষাটের দশকে যে আদর্শ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতো, সেই আদর্শকে ফিরিয়ে আনতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]