প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর প্রধান ফটক নির্মাণের নিমিত্তে সকল আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে গ্রহণযোগ্য নকশার আইডিয়া (Conceptual Drawing) আহ্বান করা হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,(বেরোবি) রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশনায় এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) সাক্ষরিত বুধবার (২৯ জুলাই, ২০২০) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক নির্মাণের নিমিত্তে আগ্রহী ব্যক্তিদের আগামী ১০ আগস্ট ২০২০ তারিখের মধ্যে ই-মেইলে ([email protected]) নকশার আইডিয়া এবং তার স্বপক্ষে যৌক্তিকতার বিস্তারিত বর্ণনা পাঠানোর জন্য আহ্বান করা হলো। নকশার আইডিয়া (Conceptual Drawing) অবশ্যই মৌলিক ও বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
প্রাপ্ত নকশার আইডয়া থেকে বাছাই কমিটি ও অভিজ্ঞ প্রকৌশলীদের দ্বারা চূড়ান্ত নকশা প্রণয়নের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। মূল ফটক নির্মাণের জন্য নির্বাচিত নকশার আইডিয়া প্রদানকারীকে পুরষ্কৃত করা হবে।