প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৯:২২ পিএম | অনলাইন সংস্করণ
করোনার কারণে কাতারের রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশে ফিরেছেন। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে।
কাতার থেকে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার জানান, কাতারে রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট দেশে ফিরিয়ে এনেছে। দোহা থেকে ফেরা এসব বাংলাদেশি নাগরিকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে কাতার ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদেরকে দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।