টাঙ্গাইলে বড়বাশালিয়া সেতুর অ্যাপ্রোচ ধ্বসে যোগাযোগ বিছিন্ন
আব্দুস সাত্তার, প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল সদর উপজেলার বড়বাশালিয়া-কুইজবাড়ী সড়কে লৌহজং নদীর উপর নির্মিত বড়বাশালিয়ায় সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ ধ্বসে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ।হুমকির মুখে রয়েছে সেতুটি।যে কোন সময় ভেঙে পড়তে পারে।রোববার দুপুরে নদীর প্রবল স্রোতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড়বাশালিয়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বড়বাশালিয়া-কুইজবাড়ী সেতুটি দিয়ে এলেঙ্গা,বড়বাশালিয়া, ছোটবাশালিয়া,কুইজবাড়ী,মগড়া,চরাঞ্চলসহ প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ সেতু দিয়ে চলাচল করে।নদীর প্রবল স্রোতে আর গত কয়েকদিনের বৃষ্টিপাতে সেতুটির অ্যাপ্রোচের উত্তর পাশে দেবে যায়। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে সেতুটির উপর দিয়ে যান চলাচল অব্যাহত থাকে।গত কয়েকদিন যাবত নদীর পানি বাড়তে থাকায় ¯্রােত আরো তীব্র আকার ধারন করে।এতে সেতুর অ্যাপ্রোচ ধ্বসে যায়। সেতুর অ্যাপ্রোচ ধ্বস রোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
এ ব্যাপারে মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান এবং এলজিইডি’র ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।তারা জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।