প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলার দীঘলগ্রাম ও উজগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই ফরিদুজ্জামান নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এর অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন ব্যবসায়ী আটক করেছে শালিখা থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে তাদেরকে আটক করে আজ বৃহস্পতিবার তাদের কে কোর্টে চালান করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে শালিখা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতরা হলো তালখড়ি ইউনিয়নের উজগ্রামের জগরুল ইসলামের ছেলে আহাদ কাজী(২১), আজিজুর শিকদারের ছেলে ইনজামামুন(২২) মৃত মোতালেবের ছেলে সাহাজুল(৩২ ), দীঘল গ্রামের নারায়ন মন্ডলের ছেলে দেবাশিষ মন্ডল(২২)।
এসময় তাদের কাছে থাকা স্বচ্ছ পলিথিনে সুতালী দ্বারা বাধা ৫০০ গ্রাম গাঁজা ও আলামতসমূহ জব্দ করা হয়।এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে বাকিদেরকে আটক করা হয় ।তবে এখনো দীঘলগ্রামের হাফিজা মোল্লার ছেলে মজনু মোল্লা কে(৩৫) ধরার চেষ্টা চলছে।