বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সরকারি ১২৫ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা জেলা আ. লীগ সাধারণ সম্পাদকের!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১০:৩৩ এএম | অনলাইন সংস্করণ

একসময়ের ত্যাগী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন বাবুল। বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেই পদের অপব্যবহার করে তিনি বাংলাদেশ জুট মিল করপোরেশন-বিজেএমসির আড়াই একর জমির ওপর গোডাউন দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ শহরের র‌্যালি মোড়ের এ আড়াই একর জমি আদমজী জুট মিলের।

এর বাজারমূল্য প্রায় ১২৫ কোটি টাকা। মোয়াজ্জেমের সহযোগী একটি স্বার্থান্বেষী মহল ভুয়া উত্তরাধিকার দেখিয়ে জমিটি দখল নেওয়ার চেষ্টা করে। এ জমি নিজ কব্জায় নিতে মরিয়া এ চক্রটি রাতের আঁধারে টিন ও কাঠ দিয়ে বেড়া দেয়। শ্রমিক পাঠিয়ে কিছু স্থান পরিষ্কারও করিয়েছে। কিন্তু বিজেএমসির কঠোর অবস্থানের কারণে এখনো সফল হতে পারেনি দখলবাজরা।

জানতে চাইলে বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করেছি। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু কীভাবে যেন পুলিশের কাছ থেকে তারা ছাড়া পেয়ে যান! আটকদের ছেড়ে দেওয়া সম্পর্কে জানার জন্য কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদারকে কয়েক দফা ফোন করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, একসময় আইন পেশা ছিল মোয়াজ্জেম হোসেনের সম্বল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি এখন টাকার কুমির। এখন এতটাই দাপুটে যে, ভয়ে নিজ দলের নেতা-কর্মীরাও প্রতিবাদ করার সাহস পান না। আর এজন্য তিনি সময় নিয়েছেন গুনে গুনে মাত্র চার বছর। অনুসন্ধানে জানা যায়, শুধু সরকারি জমিই নয়, সাধারণ মানুষের জমিতে নজর পড়লে তাও গিলে ফেলার চেষ্টা করেন এই নেতা। 

নগরের চুরখাই এলাকায় তিনি ব্যক্তিমালিকানাধীন ৩০০ শতক জমি ইতোমধ্যে দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মোয়াজ্জেম হোসেন বাবুল জেলার সাধারণ সম্পাদক হওয়ায় প্রভাব বিস্তার করছেন ভালুকা উপজেলায়ও। উপজেলা সদরে সাধারণ মানুষের প্রায় ১৫০ শতক জমি দখলের চূড়ান্ত বন্দোবস্ত করেছেন। সেখানে প্রতি শতকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে এ জমি দখলের ক্ষেত্রে মোয়াজ্জেমের পুরনো সতীর্থদের সঙ্গে নতুন করে যোগ হয়েছেন ভালুকা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাতেম। গত পৌর নির্বাচনে তিনি ধানের শীষ নিয়ে ভোট করেন। মোয়াজ্জেম হোসেন বাবুলের এসব অনৈতিক কর্মকান্ডে ক্ষুব্ধ খোদ নিজের দলের লোকেরাই। কিন্তু পদ-পদবি ও হয়রানির ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় নেতা-কর্মী বলেন, সাধারণ সম্পাদকের এসব কর্মকান্ডে দলের গুটিকয় নেতা জড়িত। তারাও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছেন। 

বিজেএমসির জমি দখল প্রসঙ্গে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন বাবুল অস্বীকার করেন। তিনি  বলেন, ‘আমার বিরুদ্ধে দখলের অভিযোগ, এটা ঠিক নয়। একজন আইনজীবী হিসেবে জনৈক ব্যক্তি ওই জমির কাগজপত্র আমাকে দেখাতে এনেছিলেন। আমি বলেছি, সিভিল ম্যাটার আমি দেখি না। আপনি সিভিল আইনজীবীর কাছে যান। ’ টিন ও কাঠ দিয়ে ওই জমি ঘেরাওয়ের বিষয়ে তিনি বলেন, ‘এও আমি জানি না। ’ ঘটনাস্থল থেকে দুজনকে পুলিশ আটক করে নিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘তাদের আমি চিনি না। ’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]