প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ১১:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে বাংলাদেশে আবারও শুরু হচ্ছে ফুটবল। এসময় বাংলাদেশ তিনটি হোম ম্যাচ খেলবে এবং একটি দেশের বাইরে। করোনা সংকট কাটিয়ে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও খেলায় ফিরতে যাওয়া বাংলাদেশ ফুটবল দলের মূল বিষয় হচ্ছে ফিটনেস, ট্রেনিং সেশন নিয়ে কিভাবে আগানো যায়।
বুধবার (২৯ জুলাই) দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে এসব কথা বলেন আলোচকরা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক হেড কোচ সাইফুল বারী টিটো, বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন আহমেদ রাকীব।
জাহিদ হাসান এমিলি বলেন, আমাদের জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসিক প্রস্তুতি। কোচ, কোচিং স্টাফ, প্লেয়ারদেরকে ম্যানটালি মোটিভেট হয়ে একটা প্লান করে এগুতে হবে। নেক্সট যে তিনটা খেলা রয়েছে তার মধ্যে তিনটা হোমে আর একটা দেশের বাহিরে। যেহেতু দুই মাস আগে থেকে আমরা ক্যাম্প স্টার্ট করেছি আমার কাছ এমনে হচ্ছে না ফিটনেস ততটা প্রবলেম হবে। কিন্তু আমরা অনেক দিন খেলার বাইরে তাই ইন্টারন্যাশনালভাবে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যে ফিটনেস দরকার সেটা যত তাড়াতাড়ি এডপ্ট করতে পারে তার দিকে কোচের বিশেষ নজর দিতে হবে। এই ফিটনেস নিয়ে কাজ করার পর আসবে রিকোভারি লেভেল এর বিষয়। এইদিক গুলো কোচ অবশ্যই প্লান মাফিক করবে আমি আশা করি। আমার একটা উপদেশ থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল টিম, কোচিং স্টাফদের প্রতি যে, আমরা নেক্সট ৪টা ম্যাচের মধ্যে ৩টা হোমে খেলবো। হোমে আমরা সব সময় ভালো খেলে আসছি। এক্ষেত্রে কেনো আমরা হোম এডভান্টেজ নিয়ে এশিয়ান কাপে খেলাটা হাতছাড়া করবো। এশিয়ান কাপে যেহেতু আমাদের একটা সম্ভাবনা আছে তাহলে কেন সে সুযোগটা আমরা হাতছাড়া করবো। এক্ষেত্রে আমি কোচকে এই বিষয়টাই বিশেষ নজর দিতে বলবো।