প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ১০:১৮ পিএম আপডেট: ২৯.০৭.২০২০ ১০:২০ পিএম | অনলাইন সংস্করণ
করোনা মহামারীর সময় জনগণের পাশে থেকে অগ্রণী ভূমিকায় রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে গড়ে তুলেছেন জয় বাংলা অক্সিজেন সার্ভিস। ঢাকা ও চট্টগ্রামের পর বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহে জয় বাংলা অক্সিজেন সেবা সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহ শহরে শুরু হলো বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা কার্যক্রম। একটি নতুন ভোরের প্রতীক্ষায় জয় বাংলা অক্সিজেন সেবা থাকবে মানুষের প্রয়োজনে, মানুষের পাশে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের, বাংলাদেশ ছাত্রলীগের উপ- সম্পাদক সবুর খান কলিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ।
এর আগেও ছাত্রলীগের এই নেতারা মিলে গড়ে তুলেছিলেন জয় বাংলা বাইক সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরিবহনের জন্য এই সার্ভিসটি সারাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের বলেন, আমরা এই করোনা মহামারির শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই জয় বাংলা অক্সিজেন সেবা সার্ভিস দেশের প্রতিটি বিভাগে চালু করার পরিকল্পনা রয়েছে।